26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস-২০২১ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার (০৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও এক আলোচনা সভায় আয়োজন করা হয়। সৈয়দপুর শহরের সাহেবপাড়াস্থ সংগঠনের কার্যালয় চত্বরে দিবসের এবারের প্রতিপাদ্য “সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা” ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য্য ব্যবস্থাপক (ডাব্লুএম) শেখ হাসানুজ্জামান, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু, আওয়ামীলীগ নেতা অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ প্রমূখ।
আইডিইবি’র সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডিপ্লোমা প্রকৌশলী মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি মুজিবুল হক, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম, স্ট্যান্ডার্ড ব্যাংক সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মোঃ রোস্তম আলী ও সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ সপে’র উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (ইনচার্জ) মোঃ মমিনুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি’র সৈয়দপুর সাংগঠনিক শাখার সাধারণ সম্পাদক ডিপ্লোমা প্রকৌশলী মুক্তিযোদ্ধা মোঃ মোনায়মুল হক। তিনি সংগঠনের পক্ষে লিখিত বক্তব্যে চার দফা দাবি উপস্থাপন করেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন আইডিইবি’র সৈয়দপুর সাংগঠনিক শাখার গবেষণা ও আইসিটি সম্পাদক ডিপ্লোমা প্রকৌশলী মোঃ তহিদুল ইসলাম। পরে সেখানে প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম বেলুন ও কবুতর উড়িয়ে গণপ্রকৌশলী দিবস-২০২১ ও আইডিইবি’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন। শোভাযাত্রাটি আইডিইবির সাহেবপাড়াস্থ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় আইডিইবি’র সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়