30.2 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মে ৭, ২০২৫

সৈয়দপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

চিকলী নিউজ :  নীলফামারীর সৈয়দপুরে ট্রাকচাপায় তিনজন পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সুমনা পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতরা হলেন, শহরের নিয়ামতপুর জুম্মাপাড়ার মৃত ফয়মুদ্দীনের ছেলে জাহাঙ্গীর ভান্ডারী (৫৫), শহরের কুন্দল এলাকার মৃত রিয়াজ উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (৪৫) ও শ্বাসকান্দর কুটিপাড়ার ইয়াকুব আলীর ছেলে মো. আলম (৪৭)। আহত শ্রমিক শহরের নতুন বাবুপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে মাসুদ রানাকে সৈয়দপুর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি সুমনা পেট্রল পাম্পে বিক্রির উদ্দেশ্যে রাখা ছিল। দামদর ঠিক হওয়ায় চালক ওই দিনই ট্রাকটি পরীক্ষার জন্য পাম্প থেকে বের করেন। উল্লেখিত স্থানে ট্রাকের ব্রেক ফেল করে শ্রমিকদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর ভান্ডারী নিহত হন। অপর দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন জানান, নিহতদের মধ্যে দুজন চেইন মাস্টার এবং একজন সদস্য। তাঁরা বগুড়াগামী বাসগুলোতে চেইন মেইনটেন করে থাকেন। 

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্রাফিক পরিদর্শক নাহিদ পারভেজ চৌধুরী জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘাতক চালক পলাতক রয়েছেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়