26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

উত্তরাঞ্চলের দৃষ্টিনন্দন কমিউনিটি সেন্টার কমপ্লেক্স উদ্বোধন শুক্রবার

চিকলী নিউজ : উত্তরাঞ্চলের দৃষ্টিনন্দন কমিউনিটি সেন্টার কমপ্লেক্স আগামীকাল শুক্রবার বেলা ১১টায় নীলফামারীর সৈয়দপুরে উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি থাকবেন এলাকার সাংসদ মোঃ আহসান আদেলুর রহমান আদেল, সংরক্ষিত আসনের এমপি প্রবীণ আ’লীগ নেতা রাবেয়া আলীম, প্রকৌশলী এ.কে.এম রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান। দীর্ঘদিন অপেক্ষার পর সৈয়দপুর পৌরসভা পরিচালিত এই কমিউনিটি সেন্টার কমপ্লেক্স উদ্বোধনের খবরে পৌর নাগরিকদের মাঝে আনন্দের বন্যা বইছে। এ কমিউনিটি সেন্টার কমপ্লেক্স এর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কনফারেন্স রুম, প্রথম ও দ্বিতীয় তলায় থাকছে আধুনিক মানের কমিউনিটি সেন্টার, তৃতীয় তলায় ভিভিআইপি তিন তারকা মানের গেষ্ট হাউস ও চতুর্থ তলায় জ্ঞান পিপাসুদের জন্য লাইব্রেরীর ব্যবস্থা করা হয়েছে।

কথা হয় কমিউনিটি সেন্টার কমপ্লেক্স নির্মাণকারী প্রতিষ্ঠান নাদের এন্টারপ্রাইজের সত্বাধিকারী মোঃ শাহ্ নওয়াজ হোসেন শানুর সঙ্গে। তিনি বলেন এই আধুনিক মানের কমিউনিটি সেন্টার কমপ্লেক্স নির্মাণে ব্যয় হয়েছে ৮ কোটি ৪৫ লাখ টাকা। এটি উত্তরাঞ্চলের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন কমিউনিটি সেন্টার কমপ্লেক্স।

এ বিষয়ে জানতে কথা হয় মেয়র রাফিকা আক্তার জাহানের সঙ্গে। তিনি বলেন এলজিএসপির আর্থিক সহযোগিতায় এই বহুমূখী কমপ্লেক্সটি আমরা সৈয়দপুর পৌরসভার নাগরিকদের উপহার দিতে পেরে পৌর পরিষদ অত্যান্ত গর্ববোধ করছি।

তিনি আরও বলেন, পৌর নাগরিকদের সেবার মান বাড়াতে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় সৈয়দপুর পৌর এলাকায় মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিরাশ করবেন না।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়