চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের বিভিন্ন স্থানে প্রায় মাসখানেক হলো দলছুট একটি মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে হনুমানটিকে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে দেখা যায়। হনুমানটি ভবনের ছাদে, আবার চিলেকোঠায় ঠাঁই নেয়।
ইউএনও শামীম হুসাইন বলেন, হঠাৎ করে মুখপোড়া হনুমানটি চোখে পড়ে। তাকে খাবার দিলে তা গ্রহণ করে। পরে সে ওই বাসা ছেড়ে চলে যায়।
উপজেলা নার্সারি ও বনায়ন প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা শায়েখুল ইসলাম মুজকুরী বলেন, প্রায় এক মাস ধরে মুখপোড়া হনুমানটি সৈয়দপুর শহর ও আশপাশে ঘুরে বেড়াচ্ছে। তাকে বিরক্ত না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। সম্ভবত খাবারের সংকটে হনুমানটি লোকালয়ে চলে এসেছে।