ডিমলা প্রতিনিধি : ডিমলা উপজেলার ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নের তিস্তা নদীর বান্নির ঘাট ৬নং গোড়িং বাঁধে চার যুবক ১০ অক্টোবর দুপুর ১.৩০ মিনিটে নদীতে গোসল করার জন্য নদীতে নামে। তিস্তা নদীতে গোসল করার সময় নদীর শ্রোত বেশী হওয়ায় তিন যুবক নদীর কিনারায় সাঁতার কেটে উঠে আসলেও আজহারুল ইসলাম (৩০) নামে এক যুবক তিস্তা নদীতে নিখোঁজ হয়। এলাকাবাসী ও পরিবারের লোকজন সহ টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ময়নুল হকের নেতৃত্বে স্থানীয় ডুবরীর ম্যাধমে চারটি নৌকা দিয়ে নদীতে খোঁজাখুজি করে নিখোঁজ যুবকের সন্ধান না পেয়ে ডিমলা ফাঁয়ার সার্ভিস ঘটনাস্থলে যেয়ে প্রায় ৫ কিঃমিঃ চারিদিকে খোঁজাখুজি করলেও গতকাল পর্যন্ত নিখোঁজ যুবকের কোন সন্ধান পাওয়া যায় নাই।
অতঃপর ১২ অক্টোবর রোববার স্থানীয় লোকজন ও তিস্তা ব্যারেজের পথচারীগন তিস্তা ব্যারেজের ১৩ নং গেটে যুবকের লাশ ভাসমান অবস্থায় দেখিতে পায়। হাতিবান্ধা থানার পুলিশ এসে যুবকের লাশ উদ্ধার করে । পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে।
এলাকাবাসী জানান, উদ্ধারকৃত যুবকের বাড়ী ৫নং গয়াবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আতিয়ার রহমানের পুত্র। সে টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী (জিহাদ বাজার) নামক গ্রামের আলতাব হোসেন চেংগুর মেয়ে জামাই। সে পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা।