চিকলী নিউজ : নীলফামারী জেলার সৈয়দপুরে ১৭০ পিচ ইয়াবাসহ সৈয়দপুর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান খান নাদিম কে ইয়াবাসহ গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। সোমবার (১১ অক্টোবর) ভোরে সৈয়দপুর পৌর শহরের বাঁশবাড়ি মহল্লার কমিশনার শামসুল হক সড়কস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তরের জেলা ভারপ্রাপ্ত পরিদর্শক আশরাফুল হক। সংগঠনের একটি সূত্র মতে, ইমরান খান নাদিম দলকে ব্যবহার করে এবং প্রভাবশালী নেতার ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। ইয়াবা ব্যবসায়ী ইমরান খান নাদিম সৈয়দপুর পৌর কমিটির স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ বিষয়টি নিশ্চিত করেন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি সারফরাজ মুন্না। এদিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুর থানায় মাদক আইনে মামলা করেন।
এ বিষয়ে জানতে চাইলে মামলার বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান।