চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশের সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটের উদ্বোধনী ফাইট শুরুর আগেই বিমানের সব টিকেট শেষ হয়েছে। এরই মধ্যে ভ্রমন পিপাসুদের মাঝে ব্যাপক সারা ফেলেছে । আগামীকাল (৭ অক্টোবর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমানের সরাসরি ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি ।
বিমানের স্থানীয় সূত্র জানায়, ৭২ আসনের বিমানের উদ্ধোধনী ফাইটের টিকেট এরই মধ্যে শেষ হয়ে গেছে।বিমান কর্তৃপক্ষ উদ্ধোধনী ফাইটের মূলভাড়া ৫ হাজার ৯০০ টাকার উপর ১৫ শতাংশ বিশেষ মূল্য ছাড়ের ঘোষণার সুযোগ নিয়েছে ভ্রমন পিপাসুরা। ফলে উদ্বোধনের পাঁচ দিন আগেই সব টিকেট শেষ ।সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটের উদ্বোধনী ফ্লাইট বিজি-৫৯২ সৈয়দপুর বিমানবন্দর থেকে সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে।