চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় রেললাইন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা শহরের বাবুপাড়া এলাকার মনার ছেলে সোহেল(২৫) ও মুন্সিপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে সাজ্জাদ হোসেন (২২)।
পরে ভ্রাম্যমান আদালতে সোহেলের বিনাশ্রমে ২৫ দিনের কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং সাজ্জাদের তিন মাস কারাদন্ড এবং ১ হাজার ৫শ টাকা জরিমানা করেন সৈয়দপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। সন্ধ্যায় দন্ডিতদের জেলা কারাগারে পাঠানো হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর পরিদর্শক খবির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।