চিকলী নিউজ : অক্টোবর সেবাপক্ষ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাবস্ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন। আজ (৫ অক্টোবর) মঙ্গলবার সকাল ১১ টায় কর্মসূচির অংশ হিসেবে শহরের হাতীখানায় বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শত ৫০ জন শিক্ষার্থীকে ওই উপকরণ বিতরণ করা হয়।লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে পক্ষকাল অনুষ্ঠানের আজ তৃতীয় দিন।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াপাড়া আজিজিয়া সপ্রাবির প্রধান শিক্ষক মো. ইলিয়াস। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি প্রভাষক লায়ন সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওই শিক্ষালয়ের সাবেক সভাপতি ও সৈয়দপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম. ওমর ফারুক। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ডাইরেক্টর ও সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন রেয়াজুল আলম রাজু, ডাইরেক্টর অধ্যক্ষ লায়ন শফিয়ার রহমান সরকার, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আব্দুল মান্নান, লায়ন শাহাবুদ্দিন আহমেদ, লায়ন শফিউল আলম, সম্পাদক লায়ন্স ক্লাব অব সৈয়দপুর লায়ন সুমন কুমার দাস, প্রভাষক লায়ন জাহেদুল ইসলাম ও লায়ন মশিউজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।প্রসঙ্গত, গত ১ অক্টোবর লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা সপ্তাহের কর্মসূচি শুরু হয়েছে।