চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে সাব্বির হোসেন কালু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পেশায় একজন গাড়ী মেকার। আজ (৫ অক্টোবর) মঙ্গলবার সকালে শহরের সৈয়দপুর বাইপাস সড়কের বাস টার্মিনালের ২০০ গজ উত্তরে একটি পুকুর পাড়ে তৈরী করা ইটের চেয়ারের পাশে মৃত অবস্থায় লাশটি পাওয়া যায়।
মৃত ব্যক্তির মাথায় ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সৈয়দপুর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠিয়ে দেয়। এলাকাবাসী মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করে।
সে শহরের চামড়া গুদাম ক্যাম্পের মৃত নাসিম ড্রাইভারের ছেলে।পরিবার সূত্রে জানা যায়, কালু গত সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে যায়। পরের দিন সকালে তাঁর লাশ ওই স্থানে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তাদের ধারনা এটি হত্যাকান্ড। তবে আর একটি সূত্রের দাবী করেছে কালু মাদকাসক্ত। মাদক সংক্রান্ত বিরোধে এ হত্যাকান্ড সংঘঠিত হয়েছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য মৃতদেহ নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।