আব্দুল্লাহ আল মামুন (মানিক) : সম্ভাবনাময় হালকা প্রকৌশল শিল্পের হাজার হাজার কারখানার জন্য দক্ষ জনবল গড়তে বিনা মূল্যে প্রশিক্ষণ দিচ্ছে বাইওয়া-লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট। যাঁরা প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণ নেবেন, তাঁরা মাসিক ভিত্তিতে বৃত্তি পাবেন। এমনকি প্রশিক্ষণের পরে প্রশিক্ষণার্থীদের চাকরি পেতে সহায়তা করে ইনস্টিটিউটটি।
২০১৫ সালের এপ্রিলে যাত্রা শুরু করে ট্রেনিং ইনস্টিটিউটটি। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির অধীনে পরিচালিত এই ইনস্টিটিউটে মাস্টার ক্রাফটসম্যানশিপ (আপ-স্কিলিং), লেদ ও মিলিং মেশিন অপারেশন, ওয়েল্ডিং, ক্যাড-ক্যাম ডিজাইন, সিএনসি অপারেশন, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
নতুনদের পাশাপাশি বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকেরাও দক্ষতা বাড়াতে এই ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে পারেন। দক্ষতা বাড়ানোর কোর্সটি ২০ দিনের। এ জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণি পাস। দক্ষতা বৃদ্ধির কোর্সে দেড় হাজার ও অন্য কোর্সের শিক্ষার্থীদের প্রতি মাসে তিন হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। বাইওয়া-লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউটের ((বিএলইটিআই’র) প্রশিক্ষনার্থীদের মাঝে আজ ৩০ সেপ্টেম্বর সৈয়দপুর বিসিক শিল্প নগরীতে এক মনোরম পরিবেশে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক (বাইশিমাস) বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর শাখার সভাপতি মোঃ এরশাদ হোসেন পাপ্পু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লিড ট্রেইনার মোঃ আলাউদ্দিন খান, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সহ-সভাপতি মোঃ সাব্বির আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মমতাজ আলম, উপদেষ্টা মোঃ শওকত হাসান, অর্থ সচিব মোঃ খুরশীদ আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, এসোসর মোঃ নুর হোসেন দুলাল, মোঃ তারিক হোসেন।
অনুষ্ঠানে শেষে ৪০৫ জন শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।