চিকলী নিউজ : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আজ ৭৫তম জন্ম দিন উপলক্ষ্যে ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক নীলফামারীতে আলোচনা সভায় আগমন উপলক্ষ্যে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিনের নেতৃত্বে বিশাল মোটর সাইকেলের শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দপুর বিবান বন্দর এলাকায় আসে।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নীলফামারীতে আগমন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুব লীগসহ অন্যান্য সংগঠনের দলীয় নেতা কর্মীরা শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হন। বিমান দেড়িতে আসায় দলীয় কর্মীরা রাস্তার দু-ধারে অবস্থান নেয়।
শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে সকালে জাতীয় পতাকা উত্তলন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ, দুপুরে ৭ই মার্চের ভাষণ সম্প্রচার করা হয়। সন্ধ্যায় আলোচনা সভা ও মোনাজাতের আয়োজন করা হয়।