34 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুর চালু হচ্ছে ইউএস-বাংলার ফ্রি শাটল বাস সার্ভিস

চিকলী নিউজ : সৈয়দপুরে ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীদের জন্য বিনা মূল্যে শাটল বাসসেবা চালু হচ্ছে। আগামী বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) থেকে এই সেবা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউএস-বাংলা এয়ারলাইনসের সৈয়দপুর স্টেশন ইনচার্জ জাকির হোসেন বলেন, আকাশপথে চলাচলকারী এই উড়োজাহাজের বিভিন্ন এলাকার যাত্রীরা সৈয়দপুর বিমানবন্দরে আসা-যাওয়া নিয়ে বিড়ম্বনায় পড়েন। ব্যক্তিগত গাড়ি না থাকলে ভাড়া গাড়ির সহায়তা নিতে হয়। এতে বাড়তি খরচ ও ফ্লাইটসূচি মেনে চলতে অসুবিধা হয়। এ কারণে যাত্রীদের জন্য বিনা মূল্যে আধুনিক ও সুপরিসর বাসসেবা চালু করা হচ্ছে।

ইউএস–বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ৩০ সেপ্টেম্বর সৈয়দপুর–চট্টগ্রামের মধ্যে আকাশপথে যোগাযোগ স্থাপন করা হবে। আর অক্টোবরে সৈয়দপুর-কক্সবাজার রুটে উড়োজাহাজ চলবে। এ দিনেই যাত্রীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করা হবে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়