চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে বাড়ির নকশা অনুমোদনকে কেন্দ্র করে মেয়রের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌর পরিষদ। সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় পৌর পরিষদের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শহরের ৮নং ওয়ার্ডের বাঙ্গালীপুর নিজপাড়ার গাউসুল আজম ফারুকী নামের এক ব্যক্তি নিজ বাড়ির নকশা অনুমোদনের নামে ১ লাখ টাকা মেয়রকে প্রদান করেছেন অভিযোগ তুলে সম্প্রতি একটি মামলা দায়ের করেছেন যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
গাউসুল আজম মামলার আরজিতে যে সময় উল্লেখ করেছেন প্রকৃত পক্ষে ওই সময় রাফিকা আকতার মেয়র নির্বাচিত হননি বলে দাবি করেন।
এছাড়া তিনি বলেন মামলার বাদী গাউসুল আজম ফারুকীর দৃশ্বমান আয়ের উৎস না থাকলেও শহরের ৬ তলা ভবন নির্মাণ কাজ অব্যাহত বয়েছে ।
মামলাবাজ এই ব্যক্তি কথায় কথায় মামলা মোকদ্দমা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছেন বলে মেয়র রাফিকা আকতার জাহান অভিযোগ করেন কাউন্সিল সাহিন আকতার সাহিন বলেন, গাউসুল আজম জাল দলিল সম্পাদনা করে ওই জমিতে বহুতল ভবন নির্মাণের জন্য সাবেক মেয়র আমজাদ হোসেন সরকারের কাছে নকশা অনুমোদনের জন্য আবেদন করেন কিন্তু ওই সময় তার দলিল জাল প্রমানিত হওয়ায় ভবন নির্মাণের নকশা অনুমোদন দেয়া হয়নি।
এ কারনে ওই ব্যক্তি সাবেক মেয়র আমজাদ হোসেন সরকারের বিরুদ্ধেও উচ্চ আদালতে অভিযোগ করেন। পরে আদালত ওই ব্যক্তির দলিল দেখে সাবেক মেয়রের পক্ষেই রায় দেন। কাউন্সিল শাহিন আকতার আরো বলেন, গাউসুল আজম সাবেক মেয়র আমজাদ হোসেন সরকারের কাছে হেরে গিয়ে আবারো বর্তমান মেয়র রাফিকা আক্তার জাহান বেবির বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন, আশাকরি তার এই মামলাটিও মিথ্যা প্রমানিত হবে ইনশাআল্লাহ। এর পরেই গাউসুল আজম এর বিরুদ্ধে একাধিক মামলা পরিচালনা করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-১ শাহীন হোসেন, প্যালেন মেয়র-২ আবুল কাশেম সরকার দুলু, প্যানেল মেয়র-৩ সাবিয়া সুলতানা, পৌর সচিব সিদ্দিকুর রহমান, পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু , সংরক্ষিত মহিলা কাউন্সিলর সহ অন্যান্য সকল কাউন্সিলর বৃন্দ।