জলঢাকা প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলা পুলিশের বিশেষ অভিযানে ৫২ বোতল ফেন্সিডিল সহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নীলফামারীর জলঢাকা থানা পুলিশের একটি বিশেষ টিম ।
গতকাল (২২ সেপ্টেম্বর) বুধবার রাত আনুমানিক সাড়ে চারটার দিকে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর এলাকায় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী শাহিনুর রহমান (৩৮) ডাউয়াবাড়ি ইউনিয়নের চর হলদিবাড়ি জুম্মাপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র , এবং সিরাজুল ইসলাম সুমন (২৬) ডিমলা উপজেলার সোনাখুলী হাজিপাড়া গ্রামের নুরুজ্জামানের পুত্র ।
এবিষয়ে জলঢাকা থানার এসআই পলাশ রায়ের সাথে কথা হলে তিনি বিষয় টি নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে চার দিকে গোপন এক সংবাদের ভিত্তিতে জানতে পারি যে গোলমুন্ডা এলাকায় অবৈধ মাদক বেচাকেনা চলছে এমন একটি সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করে তাদের তিন জনের মধ্যে দুজন কে আটক করতে সক্ষম হই এবং অন্য একজন দ্রুত ঘটনা স্হল ত্যাগ করায় আমরা তাকে আটক করতে পারিনি তবে তাকে ধরার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলায় ২০১৮ এর ৩৬ (১) ১৪ (গ) ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৭।