হাফিজুর রহমান মানিক (ডোমার প্রতিনিধি) : নীলফামারী জেলার ডোমার থানা পুলিশের সহায়তায় নিখোঁজ দুই মাদ্রাসা শিশু ফিরে পেলো তাদের বাবা ও মাকে।
ডোমার থানার সুত্রে জানা যায়, বুধবার রাতে ডোমার রেলস্টেশনে দুই শিশু কান্নাকাটি করছিল। এলাকাবাসী বিষয়টি ডোমার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা’কে জানালে তাৎক্ষণিক ভাবে এএসআই নুরুল হুদা রেলস্টেশন হতে শিশুদুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পরে নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর দ্বায়ীত্ব প্রাপ্ত অফিসার এএসআই জেসমিন আক্তার শিশুদের জিজ্ঞাসাবাদ করলে প্রথম জন আবু হুরাইরা আলিফ (৯), পিতা- আমিনুর ইসলাম আমিন, সাং- চৌধুরীর হাট বিলাসী, থানা দেবিগঞ্জ, জেলা পঞ্চগড ও অপরজন আব্দুল কাদের (১১), পিতা- সিরাজুল ইসলাম, সাং- ভোগডাবুডড়ী ডাঙ্গাপাড়া, থানা ডোমার, জেলা- নীলফামারী বলে জানান। তারা দুজন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ জামিয়া রহমানিয়া মাদ্রাসায় হেফজ বিভাগে ছাত্র। ছাত্র দুজনে বুধবার সকালে উক্ত মদ্রাাসা থেকে বের হয়ে হেঁটে চিলাহাটি রেল স্টেশনে আসেন এবং সন্ধ্যা সীমান্ত ট্রেনে উঠে যাওয়ার সময় ট্রেনের টিটি তাহাদের ডোমার রেলস্টেশনে নামিয়ে দেয়।
রাতে তাদের নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের অফিসার এএসআই জেসমিন আক্তারের জিম্মায় রেখে পরদিন তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হলে দুই শিশুর পিতা, মাতা ও উক্ত মাদ্রাসার শিক্ষক মাওঃ সিরাজুল ইসলাম থানায় উপস্থিত হলে জিজ্ঞাসাবাদে তাহাদের পরিচয় নিশ্চিত হয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে ডোমার থানার জিডি নং- ১১৭৭ মূলে শিশুদের তাদের পরিবারের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।
এ ধরণের কাজে সহযোগিতা করায় শিশুদের পরিবার ডোমার থানা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।