চিকলী নিউজ : নীলফামারী জেলার ডোমারে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেয়ে রাকিব ইসলাম(১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।গতকাল শুক্রবার রাতে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পশ্চিম পাড়ায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মোটর সাইকেল আরোহী দুইজন আহত হন। তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছো। নিহত রাকিব ইসলাম ঐ এলাকার মোঃ খায়রুদ্দিনের ছেলে। আহতরা হলো রানা ইসলামের ছেলে রিপন ও খোকার ছেলে পলাশ রায়।
ইউপি সদস্য আব্দুল হাই জানান, মোটরসাইকেলযোগে তিনজন ঘোরাঘুরি করছিল। এরেই এক পর্যায়ে জোড়াবড়ীর নিজবাড়ীতে আসার পথে ওকরাবাড়ী নামকস্থানে চালক রাকিব মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খায় । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। আর গাড়ীতে থাকা দুইবন্ধু গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।ডোমার থানার অফিসার্স ইনচার্জ সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ না থাকায় পরিবারকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।