26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুরে রেলওয়ে’র প্রকৌশলীর অফিসে চুরি

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে থানার পাশে একটি সরকারী অফিসে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) এর কার্যালয়ে এই চুরির ঘটনা ঘটে।

জানা যায়, সৈয়দপুর থানা ও রেলওয়ে থানা থেকে ১০০ গজ দুরে স্টেশনের পাশে রেলের এ কার্যালয়। এদিন রাতে কার্যালয়ের গেটের তালা ভেঙ্গে চোর কার্যালয়টিতে প্রবেশ করে। চোরেরা সেখান থেকে ৬টি ড্রাম, ৪টি ফ্যান, গোডাউনের ৩ টি দরজা, চেয়ার, টেবিলসহ ৭০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। সকালে অফিস খোলার পর চুরির ঘটনা নজরে আসে।

এদিকে থানা থেকে সামন্য দুরে এ চুরির ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা জানান, চুরি হওয়া মালামাল উদ্ধারের চেস্টা চলছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হবে। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বলেন, চুরির বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেননি । অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়