চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে উদীচী শিল্পীগোষ্ঠিা ব্যানারে এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করা হয়। আজ (৮সেপ্টেম্বর) বুধবার শহরের শহীদ ডা: জিকরুল হক রোডে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রণ করেন।সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাঁও এলাকায় সা¤প্রদায়িক নিপীড়নের শিকার ঝুমন দাসকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করায় তাঁর মুক্তির দাবিতে সারা দেশের ন্যায় ওই সমাবেশের আয়োজন করেন, সৈয়দপুর উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখা।
প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে সৈয়দপুর উদীচী শাখার সভাপতি ইফফাত জামান কলির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি শফিউল ইসলাম রঞ্জু, সদস্য, উদীচী কেন্দ্রীয় সংসদ কাজী আবুল হাসনাত, কমরেড রুহুল আলম মাস্টার প্রমুখ। সমাবেশেটি সঞ্চালনা করেন সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদকঅপু বিশ্বাস। সমাবেশে বক্তারা সা¤প্রদায়িক নিপীড়নের শিকার ঝুমন দাসের দ্রুত মুক্তি দাবী করেন।