জলঢাকা প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় অসহায় বিধবা সুমিত্রা’র গৃহনির্মাণে জন্য টিন দিয়ে পাশে দাঁড়াল ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন। মানবতার সেবায় এগিয়ে আসা জনকল্যাণমুলক স্বেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটির চলমান বিভিন্ন সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে রবিবার জলঢাকা কলেজ পাড়ায় হতদরিদ্র গৃহহীন বিধবা সুমিত্রা রানীর গৃহনির্মাণের জন্য তার বাড়িতে গিয়ে ঢেউটিন দিয়েছেন ফাউন্ডেশনের প্রধান সমন্নয়ক এনামুল হক।
টিন পেয়ে ৬৫ বছরের বিধবা সুমিত্রা অশ্রু ভেজা নয়নে বলেন, ছায়াছোটক নিয়া খুব কষ্টে আছি বাবা, খাবার উপায় নাই আর ঘর ঠিক করমো কি দিয়া ? টিন কোনা পেয়া ভালই হইল, কয়দিন থাকি বর্ষার পানি খাইতে জান শ্যাষ। প্রতিবেশী নুরল ইসলাম জানায়, এ পরিবারটির দুরাবস্থার শেষ নেই। বুড়ির একটামাত্র ছেলে তাও প্রতিবন্ধী, মানুষ কিছুদিন না খেয়েও থাকতে পারে কিন্তু গৃহ না থাকলে চলেনা। আজকের এই টিন সহায়তায় পরিবারটির অনেক উপকারে আসবে।
স্থানীয় লেখক ও সমাজকর্মী প্রভাষক অবিনাশ রায় বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে রাস্ট্রের পাশাপাশি এসব দুস্তদের সহায়তার জন্য সমাজের বিত্তবান এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসা উচিৎ বলে আমি মনে করি। এ ক্ষেত্রে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন জলঢাকায় জনকল্যাণমুলক কাজে এক অনন্ন নজির স্থাপন করেছে।