চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে ফেসবুকে শহীদ পরিবারকে কটূক্তিকারী সেই চাল ব্যবসায়ী ইকবাল হোসেন কে গ্রেফতার করা হয়েছে। গতকাল (২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভোরে দিনাজপুরের পুলহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বাড়ি সৈয়দপুর শহরের হাওয়ালদার পাড়া শিরিশ গাছ নামক এলাকার জব্বারের সন্তান শহরের চাল ব্যবসায়ী ইকবালের (৪২) ।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ সন্তান ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কটুক্তি করেন ব্যবসায়ী ইকবাল হোসেন। এ অভিযোগে গত ২০ জুন সৈয়দপুর থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন, সৈয়দপুর প্রজম্ম ’৭১-এর সাধারণ সম্পাদক ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন। তখন থেকে তিনি গা ঢাকা দেন।
গোপন সংবাদ পেয়ে সৈয়দপুর থানা পুলিশ দিনাজপুরের ওই এলাকা থেকে ব্যবসায়ীর অটো রাইস মিলের পাশ থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। শুক্রবারই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। মামলার এজাহারে মহসিনুল হক অভিযোগ করেন, ইকবাল ১৯ জুন ফেসবুকের একটি পোস্টের কমেন্টে শহীদ সন্তানদের নিয়ে কটূক্তি করেন। তিনি তাঁদের ‘শয়তানের’ সঙ্গে তুলনা করেন। এ ঘটনায় তিনি সৈয়দপুর থানায় চাল ব্যবসায়ী ইকবালকে আসামি করে মামলা করেন।