চিকলী নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাফল্য সংগ্রাম ও ঐতিহ?্যরে ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে উপজেলা বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
গত ১ সেপ্টেম্বর সূর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু করে। বিকাল ৩ ঘটিকায় শহীদ ডাঃ জিকরুল সড়কে দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আবদুল গফুর সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য বলেন, সরকার শহীদ জিয়া সম্পর্কে যে সকল মন্তব্য করেছেন তাতে প্রমাণ করে সরকার ভারসাম্যহীন হয়ে পড়েছে শহীদ জিয়ার মাজার সরানোর যে অপচেষ্টা চলছে তা সফল হবে না।
আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট এস এম ওবায়দুর রহমান, যুগ্ম আহবায়ক শওকত হায়াত শাহ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম জনি, আহবায়ক কমিটির সদস্য আবদুল খালেক, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ মানোয়ার হোসেন মন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক তারিক আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু, সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, ও জেলা ছাত্রদলের সভাপতি আর এ পাপ্পু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ মইনুল চৌধুরীসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ মিছিল ও দোয়া মাহফিল করা হয়
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে (আজকের এই দিনে) রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পাশাপাশি বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেন।