চিকলী নিউজ : দিনাজপুরের কাহারোলে ঢেপা নদীতে নিখোঁজ যুবককে উদ্ধারে নেমে আব্দুল মতিন নামে ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাহারোল উপজেলার ভদ্রবাজার এলাকায় ঢেপা নদীতে এ ঘটনা ঘটে। মৃত ডুবুুরি আব্দুল মতিন(৪২) রংপুর ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
অপরদিকে নদীতে নিখোঁজ কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সুলতানপুর ভেন্ডাবাড়ী এলাকার বিনয় দেব শর্মার ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে কান্তনগর মন্দির হতে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ নৌ পথে দিনাজপুর শহরের রাজবাড়ি আসার পথে সুজন দেব শর্মা নামে এক যুবক ঢেপা নদীতে বিগ্রহকে প্রণাম করতে নেমে নিখোঁজ হন।
স্থানীয়রা নদীতে নেমে তাকে না পেয়ে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। শনিবার সকাল থেকে ডুবুরিদল এসে উদ্ধার কাজ শুরু করে। এ সময় নদীতে ডুব দিলে পানির ভেতর কিছু একটার সঙ্গে ডুবুরি আব্দুল মতিন আটকে যায়। তিনি দীর্ঘ সময় আটকে পড়েন। পরে তার সহকর্মীরা অচেতন অবস্থায় উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মর্তুজা রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।