চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় শমসের আলী দুখু (৭৫) এক বৃদ্ধা নিহত হয়েছে।গতকাল (২১ আগস্ট) শনিবার সন্ধ্যায় উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের সামনে সৈয়দপুর রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা পণ্য বহনকারী একটি ট্রাক ওই স্থানে আসলে অপরদিক থেকে আসা পথচারীকে ধাক্কা দিলে তাঁর মাথা ও পা থেতলে যায়। পরে ঘটনাস্থানেই সে নিহত হয়।নিহত ব্যাক্তি ওই ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়ার মৃত রমজান আলীর পূত্র। তিনি পেশায় একজন সব্জি বিক্রেতা ।ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে শত শত মানুষজন মহা সড়ক অবরোধ করে ও ঢাকা মেট্ট-ট ১১৮৯২৮ নং একটি ট্রাকসহ চালক মোতালেব হোসেন রাকিব (২২) কে আটক করে। তার পিতা মৃতঃ গিয়াস উদ্দিন, হাজির হাট রংপুর বলে জানা যায়।
এ ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনা স্থানে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে দেন। এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।