চিকলী নিউজ : আগামী রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার সন্ধ্যায় রংপুর সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময় ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
জাপা চেয়ারম্যান বলেন, রংপুরের মাটি ও মানুষের নেতা হিসেবে মোস্তফা। তাই আগামী রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোস্তফাকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করলাম। এ সময় ভেদাভেদ ভুলে গিয়ে মোস্তফার জন্য কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। তাঁর অনুমতি ব্যতীত কেউ প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
জিএম কাদের বলেন, নির্বাচনে কারচুপি করা হলে আমরা আর বরদাশত করব না। কোন রকম ছাড় দেব না। জাতীয় পার্টি তার সর্বোচ্চ শক্তি দিয়ে ন্যায় ছিনিয়ে আনবে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলে তা কঠিন হাতে প্রতিহত করব বলে শপথ নিলাম।