চিকলী নিউস : জেলার ডোমারে অগ্নিকান্ডে ৫ দোকান আগুনে পুরে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে। রবিবার ভোররাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের আজিজার মিয়ার হাটে এই অগ্নিকান্ডর ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানিয়েছেন, রবিবার ভোররাতে স্থানীয় কনকের ব্যবসা প্রতিষ্ঠানে শর্ট শার্কিটের মাধ্যমে আগুনের মুত্রপাত হয়ে তা চারিদিকে ছড়িয়ে পরে। এতে তুর্য, মামুন, আনিছুর, মিজানুর ও আশিকুরের দোকান ও দোকানের ভিতরে থাকা, ধান,পাট,চাল, নগদ অর্থ ও মুরগীসহ সব পুরে ভস্মিভুত হয়।
খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাখমিকভাবে ধারনা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে। এতে ৫ লক্ষটাকার বেশি সম্পদের ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তুর্য্য। ডোমার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোকলেসুর রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।