21.2 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

ঘূর্ণিঝড় হেনরি: যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আড়াই কোটি মানুষ আতঙ্কিত

চিকলী ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের ৭ অঙ্গরাজ্যে আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসে আতঙ্কিত হয়ে পড়েছে এ অঞ্চলের ২ কোটি ৩২ লাখ ৬ হাজার বা ২৩ দশমিক ২৬ মিলিয়ন মানুষ। স্থানীয় সময় আজ রোববার (২২ আগস্ট) ভোররাত থেকে যে সময়ে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হেনরি’ পূর্ব উপকূল অঞ্চলে আঘাত হানার আভাস দিয়েছে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। একই সাথে আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। নিউ ইয়র্কসহ বেশ কয়েকটি রাজ্যে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে নিউ ইয়র্ক ও নিউ ইংল্যান্ডের ৬ অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঘূর্ণিঝড়টি। এছাড়া ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতসহ তিন থেকে পাঁচ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসও হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো। তিনি বলেন, ঘূর্ণিঝড় আঘাতের আগে আমরা সব ধরনের প্রস্তুতি রাখতে চাই। পরিস্থিতি মোকাবিলায় যেন কারো গাফিলতি না থাকে। হারিকেন হেনরি এখন নিউ ইয়র্ক উপকূলের দিকে ধেয়ে আসছে। তখন ক্যাটাগরি এক মাত্রায় থাকতে পারে। তারপরও আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেব। যেন ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়।
উল্লেখ্য, সর্বশেষ ১৯৯১ সালে নিউ ইংল্যান্ডে সবশেষ আঘাত হানে শক্তিশালী হারিকেন বব। এ ঝড়টি যে গতিতে ধেয়ে আসছে তাতে নিউ ইয়র্ক উপকূলে এটিই হতে পারে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক ঘূর্ণিঝড়।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়