29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

ফুলবাড়ী উপজেলা স্কাউটস -এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা স্কাউটসের ত্রি-বার্ষিক সমম্মেলন গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শাখা স্কাউটসের অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী উপজেলা শাখা স্কাউটসের উদ্যোগে আয়োজিত সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা শাখা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন। ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শরিফা আক্তার লাকীর সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শরিফা আক্তার লাকীর সঞ্চালনায় অয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সম্পাদক সহকারী লিডার ট্রেনার আতিকুজ্জামান মিলন, কমিশনার মাতলুবুল মামুন, লিডার ট্রেনার প্রতিনিধি মশিহুর রহমান চৌধুরী, উপজেলা স্কাউটসের সহসভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ।

এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সহকারি লিডার ট্রেনার আব্দুল মোতালেব এবং আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মেহেদী আহসান।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিনকে সভাপতি, সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগার আশফাকুল আলমকে সাধারণ সম্পাদক এবং মেহেদী আহসানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়