নীলফামারী (সৈয়দপুর প্রতিনিধি) : নীলফামারী সৈয়দপুরে পুষ্টি সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (১৮ আগস্ট) বুধবার সকাল ১১ টায় সৈয়দপুর পৌর এলাকার নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান করা হয়। শহরের পৌর ১০ ও ১১ নং ওয়ার্ডের ৬৫ জন অসহায় দুস্থ পরিবারের পুষ্টিহীন শিশু ও অন্তসত্তা নারীদের মাঝে ওই সামগ্রী বিতরণ করা হয়। জানা যায়, প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ইউএনডিপি’র সহায়তায় শহরের পৌর এলাকার ১০ ও ১১ নং ওয়ার্ডের ৬৫ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পুষ্টি সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ১ লিটার সোয়াবিন তেল, ১ খাঁচা মুরগীর ডিম, ১ কেজি মুশুরের ডাল, ১টি করে বাটি ও করোনা সচেতনোতা মূলক হ্যান্ডবিল। ওই সামগ্রী কেবল মাত্র সিডিসি (কমিউনিটি ডেভলপমেন্ট কমিটি) সদস্যদের মাঝে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর পৌর সভার মেয়র রাফিকা আকতার জাহান, ইউএনডিপি এর টাউন ম্যানেজার আব্দুর রফিক, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, নয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা জহুরা ও ইউএনডিপি এর কমকর্তাবৃন্দ।