25.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মে ৭, ২০২৫

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মিষ্টি বিনিময়

দিনাজপুর প্রতিনিধি : ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। 

শনিবার সন্ধ্যায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুর রহমান ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার শ্রী রাখেশ কুমার মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। রোববার (১৫ আগস্ট) বাংলাদেশের জাতীয় শোক দিবস হওয়ায় আগের দিন এই শুভেচ্ছা বিনিময় হয়। 

এ সময় সেখানে বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট বিজিবি-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন। 

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, সীমান্তে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব গুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে।  

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়