চিকলী নিউজ : বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনসহ জরুরি সেবা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল ফোন নাম্বার দিয়ে “হাতের মুঠোয় সৈয়দপুর” নামে একটি ফোন ডিরেক্টরী প্রকাশ করা হয়েছে। যা বর্তমান সময়ে খুব দরকারি বলে জানিয়েছেন অনেকেই।
এই ফোন ডিরেক্টরীটি সম্পাদনা করেছেন প্রতিশ্রুতিশীল সাংবাদিক সাব্বির আহমেদ সাবের। আর সহযোগি সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন (পাখিবন্ধু)। চাররঙা ৩০০ গ্রাম গ্লোসি বোর্ডের প্রচ্ছদে ৮০ গ্রাম অফসেট পেপারে ছাপা মোবাইল ফোন গাইড বইটির দাম রাখা হয়েছে ২০০ টাকা। ৩৯২টি ক্যাটারিতে ৩৩২ পৃষ্ঠায় প্রায় চার হাজার নাম্বার সম্বলিত গাইডটি প্রকাশ করেছে বর্ণমালা প্রকাশনী। সুন্দর চিন্তা থেকে অনেক পরিশ্রম করে এটি প্রকাশ করা হয়েছে। যেহেতু এটি প্রথম প্রকাশনা সেহেতুৃ ভুলক্রটি থাকলে বা সংযোজন কিংবা বিয়োজন করার সুযোগ রয়েছে। এটি সৈয়দপুরের বর্ণমালা প্রেস, নিউজ কেবিন ও স্থানীয় পত্রিকা হকারদের কাছে পাওয়া যাচ্ছে।
হাতের মুঠোয় সৈয়দপুর ফােন ডিরেক্টরী প্রকাশ
