চিকলী রিপোর্ট : বাবা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম আর মেয়ে চিকিৎসক শাহনাজ পারভীন শাপলা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন। এই পুলিশ বাবা আর মেয়ের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। ছবিতে দেখা গেছে তারা একে-অপরকে হাত উঁচিয়ে অভিবাদন (স্যালুট) জানাচ্ছেন।
ভাইরাল হওয়া সেই ক্যাপ্টেন শাহনাজ পারভীন শাপলাকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ। বুধবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন ক্যাপ্টেন শাহনাজ পারভীন শাপলার হাতে। এ সময় তার গর্বিত বাবা এসআই আবদুস সালামও সঙ্গে ছিলেন।
দেশ সেবায় নিয়োজিত দুই বাহিনীর বাবা-মেয়েরস্যালুট দেয়ার ছবির প্রসংশা করে ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, পুলিশের উপপরিদর্শক আবদুস সালামের কন্যার সেনাবাহিনীতে চাকরি হওয়ায় আমরা গর্বিত। আমরা চাই দেশ সেবায় আদর্শ মানুষ হিসেবে ক্যাপ্টেন শাহনাজ পারভীন তার বাবার মুখ উজ্জ্বল করবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন; রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) শাহ মিজান শাফিউর রহমান, অ্যাডিশনাল ডিআইজি (অপরারেশনস্ অ্যান্ড ক্রাইম) মো: ওয়ালিদ হোসেন, রংপুর রেঞ্জ অফিসের পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার) মো. আবদুল লতিফ, পুলিশ সুপার (অপারেশনস্ অ্যান্ড ট্রাফিক) মো. শহিদুল্লাহ কাওছার, পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) খন্দকার খালিদ বিন নুর, পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম এ্যানালাইসিস) মো. আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিসিপ্লিন এ- প্রসিকিউশন) মো. শরিফুল আলম, সহকারি পুলিশ সুপার (স্টাফ কর্মকর্তা টু ডিআইজি) এ.বি.এম. জাহিদুল ইসলাম প্রমুখ। চিকলী রিপোর্ট :
ভাইরাল হওয়া সেই ক্যাপ্টেন শাহনাজ পারভীন শাপলাকে সংবর্ধনা দিয়েছেন রংপুর রেঞ্জ ডিআইজি
