চিকলী ডেস্ক নিউজ : চিকিৎসক নিয়োগের ৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত ভাইভা পরীক্ষা ১২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। ১২ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন ১২টি বোর্ড গঠন করে ২০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।
এর আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই পরীক্ষা করোনাভাইরাস পরিস্থিতির কারণে একাধিকবার পেছায়।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী বুধবার (১০ আগস্ট) থেকে বিশেষ এই বিসিএসের ভাইভা আবার শুরু হওয়ার কথা ছিল। পরে সেটি দুই দিন পিছিয়ে ১২ তারিখ করা হয়েছে।