চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুর কোভিট-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে। আজ (১০ আগস্ট) মঙ্গলবার সকালে সৈয়দপুর পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপজেলার নারী-পুরুষসহ মোট ৬ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে ১৮ লক্ষ টাকার প্রণোদনার ঋণ প্রদান করা হয়।
“এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে, এস এম ই ঋণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পল্লী উন্নয়ন বের্ড (বিআরডিবি) উপ-পরিচালক মোঃ আব্দুল হান্নান। সভাপতিত্ব করেন বিআরডিবি ইউসিসি লিঃ সৈয়দপুর উপজেলা শাখার চেয়ারম্যান, মোঃ মহসিন আলী রুবেল
অনুষ্ঠানে পল্লী উদ্যোক্তা আব্দুল মতিন গবাদি পশু পালনে ২ লক্ষ, তৌফিকুল আলম মুদি ব্যবসার জন্য ২ লক্ষ ৫০ হাজার, সেলিনা খাতুন টেইলারিং কাজের জন্য ১ লক্ষ ৫০ হাজার, হেলাল উদ্দিন ওয়েলডিং ওয়ার্কশপ ২ লক্ষ, নিহার সুলতানা কুঠিরলিল্প ৫ লক্ষ ও ফরিদা ইয়াসমিন হস্ত শিল্পের জন্য ৫ লক্ষ টাকাসহ মোট ১৮ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল-মিজানুর রহমান।