ডিমলা প্রতিনিধি : আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদবার্ষিকীতে “জাতীয় শোক দিবস” পালন উপলক্ষে এক প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯-আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উক্ত প্রস্তুুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়
ইউএনও জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম৷, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা থানার (ওসি তদন্ত) বিশ্বদেব রায়, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকারসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় চলমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।