চিকলী ডেস্ক রিপোর্ট : করোনা মহামারি রোধে সারা দেশে ৬ দিনব্যাপী চলা গণটিকাদান কর্মসূচির চতুর্থ দিন আজ।
তবে, ধারণার চেয়ে বেশি মানুষের চাপ সামলাতে হচ্ছে বলে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। টিকাকেন্দ্রে আসা মানুষের তুলনায় বরাদ্দ পাওয়া টিকার পরিমাণ কম থাকায় আগ্রহী অনেককে ফিরিয়ে দিচ্ছেন তারা। বরাদ্দ পাওয়া টিকা কমে আসায় কোনো কোনো এলাকায় দৈনিক ডোজের পরিমাণও কমিয়ে আনতে হচ্ছে।
রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। কোনো কোনো কেন্দ্রে ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন আগ্রহীরা। নতুন করে টিকা আসতে থাকায় বড় পরিসরে টিকাদান কর্মসূচির মাধ্যমে বিরাট জনগোষ্ঠীকে টিকার আওতায় নিয়ে আসতেই পরীক্ষামূলক ধাপ হিসেবে এবার ৬ দিনের এ কর্মসূচি চলছে।