ডোমার প্রতিনিধি : নীলফামারী জেলার ডোমার উপজেলায় করোনা সংক্রমনের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। প্রতিদিনেই আক্রান্ত হচ্ছে একাধিক রোগী। গত ২৪ ঘন্টায় ৭ নমুনায় ৪ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে ডেমার উপজেলায় ৩ শত করোনারোগী শণাক্ত হলো।
করোনা সংক্রমন রোধে উপজেলা স্বাস্থ্যবিভাগ নিরলস ভাবে কাজ করে চললেও করোনা সংক্রমন রোধ করা সম্ভব হচ্ছে না। করোনা সংক্রমন বৃদ্ধি পেলেও এখনও বেশিরভাগ মানুষ মাক্স ছাড়াই চলাফেরা করছে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই মানুষজন তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে আসছেন। করোনা সংক্রমন রোধে স্বাস্থ্যবিভাগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ব্যাপক প্রচারনা ও মাক্সবিহীন মানুষের মাঝে মাক্স বিতরন কার্যক্রম চালিয়ে আসছে।
স্বেচ্ছাসেবক অপু জানান, ডোমার অক্সিজেন ব্যাংক করোনা সংক্রমন রোধে মানুষজনকে নানাভাবে সচেতন করার কাজ চালিয়ে আসছে। প্রতিদিনেই উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে স্বেচ্ছাসেবকরা সচেতনামুলক কার্যক্রম চালানোর পাশাপাশি মানুষের মাঝে মাক্স বিতরন করছে। করোনারোগীদের অক্সিজেন সেবায়ও কাজ করে যাচ্ছে ডোমার অক্সিজেন ব্যাংক।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রায়হান বারী জানান, ডোমারে করোনা রোধে উপজেলা স্বাস্থ্যবিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রামে-গঞ্জে টিকা নিতে মানুষকে উৎসাহিত করছে। এ সোমবার দুপুর পর্যন্ত উপজেলায় ৩ শতজনের দেহে করোনা শণাক্ত হয়েছে। এ পর্যন্ত ১১ জন রোগী মারা গেছেন বলেও তিনি জানিয়েছেন।