চিকলী ডেস্ক রিপোর্ট : অবশেষে স্থগিত হলো চিত্রনায়িকা পরীমনির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ। আজ শনিবার বেলা পৌনে ৫টায় বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতি এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় সমিতির সভাপতি মিশা সওদাগর লিখিত বিবৃতিতে এই ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন-সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ অন্যান্যরা। এতে পরীর পাশাপাশি একার কথাও উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে মিশা বলেন, ‘দুই-একজন শিল্পীর নেতিবাচক খবর দিয়ে সকল শিল্পীদের কাজকে মূল্যায়ন করাও ঠিক হবে না। ব্যক্তিগত কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এটা ব্যক্তিগত কোনো সমিতি না, এটা সকল শিল্পীদের সমিতি। আমাদের সংবিধানে এ বিষয়ে স্পষ্ট উল্লেখ করা আছে, সমিতির কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনো কাজে লিপ্ত হয় তাহলে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। সেহেতু আজকের সর্ব সম্মতিক্রমে তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হলো।