চিকলী ডেস্ক রিপোর্ট : আলোচিত নায়িকা পরিমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের মামলাসহ সাতটি মামলা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। সাতটি মামলার মধ্যে রয়েছে মডেল ফারিয়া মাহবুব পিয়াসার তিনটি, সাদিয়া ইসলাম মৌ এর একটি, হেলেনার পল্লবী থানার মামলা, চিত্রনায়িকা পরীমনির একটি, প্রয়োজন নজরুল ইসলাম রাজের একটি। গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি মোঃ ওমর ফারুক।
ডিআইজি ওমর ফারুক বলেন, পুলিশ সদস দপ্তরের এক নির্দেশনায় সিআইডির কাছে সাতটি মামলা হস্তান্তর করা হয়েছে। এখন থেকে এসব মামলা তদন্ত করবে সিআইডি।
মামলা হস্তান্তরের পর এরই মধ্যে পিয়াসা ও মৌকে সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। বাকিদেরও দ্রুত নিয়ে আসা হবে বলে তিনি জানা গেছে।