চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের উদ্যোগে দুই ২শত ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। জাতির পিতা শেখ মুজিবর রহমান এর জ্যেষ্ঠ পুত্র ক্যাপ্টেন শহীদ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ওই চারা বিতরণ করা হয়।
শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে মাঠে বৃস্পতিবার চারা বিতরণের উদ্ভোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) রাবেয়া আলীম। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌর মেয়র রাফিয়া আকতার জাহান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রমিজ আলম, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র শাহীন আলম, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান, যুব উন্নয়ন অফিসার হাসান আলী ও ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর জোবাইদুর রহমান শাহীন প্রমুখ।