চিকলী নিউজ ডেস্ক : আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের সকল ইউনিট প্রধানকে নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যথাযথ স্বাস্থ্য বিধি মেনে শোক দিবসের অনুষ্ঠান হচ্ছে কিনা, সেদিকে খেয়াল রাখঅর নির্দেশ দিয়েছেন আইজিপি। সোমবার (০২ আগষ্ট) পুলিশ সদর দপ্তর থেকে ভাচু্যৃয়ালি সব মেট্রোপলিটন, রেঞ্জ, জেলার পুলিশ সুপারদের এ নির্দেশনা দেন আইজিপি। আগষ্ট মাস শোকে মাস উল্লেখ করে আইজিপি ড. বেনজির আহমেদ বলেন, এ মাসে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংশভাবে হত্যা করা হয়েছে। রাষ্ট্র ও সরকার বিরোধী কার্যক্রম চালানো হয়েছে। ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা হয়েছে। ১৭ আগষ্ট জেএমবি দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা চালিয়েছে। এ জন্য আমাদের সর্তক থাকতে হবে।
আইজিপি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পুলিশ সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের টিকা গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পুলিশ সদস্যদের করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নিয়মিত ফোর্সকে ব্রিফ করতে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন আমরা এমন একটি পুলিশ রেখে যেতে চাই, যাতে অবসরে গেলে পুলিশকে নিয়ে গর্ব করতে পারি। দেশের জনগন গর্বভবে পুলিশের সেবা গ্রহণ করতে পারেন।
বর্তমান ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। ডেঙ্গ প্রতিরোধে পুলিশের সব স্থাপনা নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে বলেও নির্দেশনা দেন আইজিপি।
১৫ আগষ্ট সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার নির্দেশ : আইজিপি
