চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে ৫৭০ বোতল ফেনসিডিল সহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। মঙ্গলবার (০৩ আগষ্ট) সকাল ৯টার সময় শহরের বাইপাস মহাসড়কে শান্ত টাওয়ারের সামনে ওই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগি বাজারের মুত. আবুল হোসেনের পুত্র মোঃ সুমন (৩৪) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খানপুর বাজারের মোঃ আহমেদ আলীর পুত্র মোঃ ইমরান (২০)। এ সময় তাদের ব্যবহৃত সাদা রংয়ের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-০২৫১) জব্দ করে র্যাব।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল দিনাজপুরের চাম্পাতলী বাজারে অবস্থানকালীন সময়ে জানতে পারে রংপুর থেকে সাদা রঙের কার যোগে মাদকের একটি চালান দিনাজপুরের উদ্দেশ্যে আসছে। এরই ভিত্তিতে শহরের বাইপাস এলাকার শান্ত টাওয়ারের সামনে চেকপোষ্ট বসিয়ে র্যাব-১৩ তল্লাশী চালায়। সাড়ে ৯টার দিকে মাদকবহনকারী কারটি ব্যাব সদস্যরা সিগন্যাল দিলে তা উপেক্ষা করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করায় পাশের একটি খেঁজুর গাছে ধাক্কা লেগে কারটি বিকল হয়ে যায়। এ সময় সুমন ও ইমরানকে আটক করে গাড়ী তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৫৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় রংপুর ব্যাব-১৩, দিনাজপুর সিপিসি-১ উপ-সহকারী পরিচালক নায়েব সুবেদার মোঃ মোখলেছুর রহমান নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মাদক মামলা দায়ের করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।