মোঃ নুর আমিন শাহ (খানসামা প্রতিনিধি) : দিনাজপুরের খানসামা উপজেলায় মোঃ রেজাউল করিম (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেজাউল করিম উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের রিফুজী পাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে।
জানা যায়, সোমবার (০২ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে শরীর ভেজা অবস্থায় টিভির ডিসলাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুষ্পৃষ্ট হয়ে পড়ে যায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথেই তিনি মৃত্যুবরণ করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নারায়ণ চন্দ্র রায় জয়।
খানসামায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
