38.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

আটক দুই মডেল “রাতের রানী” : গোয়েন্দা পুলিশ

চিকলী ডেস্ক নিউজ : ২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় আলোচনায় আসা সেই ফারিয়া মাহাবুব পিয়াসাকে রাজধানীর বারিধারা থেকে ও মোহাম্মদপুরের বাবর রোড থেকে মডেল মৌ আক্তারকে রাতে অভিযান চালিয়ে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক দুই মডেল হচ্ছেন রাতের রানী। তারা উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টিও নাামে বাসায় ডেকে এনে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন। রোববার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় দুইজনের বাসা থেকে ইয়াবা সীসাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এর আগে আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।
এ বিষয়ে মোহাম্মদপুরে ডিবি উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ সংবাদ সম্মেলন বলেন, তারা দুইজন একটি সংঘবদ্ধ চক্রের সদস্য, রাতের রানী। তারা দিনের বেলা ঘুমান ও রাতে এসব কর্মকান্ড করেন।
ডিবির এই কর্মকর্তা আরও বলেন, তাদের টার্গেট উচ্চবিত্ত পরিবারের দুলালেরা। পার্টিও নামে বাসায় ডেকে এনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখতেন। পরে সেসব ভিডিও ও ছবি ভূক্তভোগীদের পরিবারকে পাঠাবে বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন। মডেল মৌ আক্তারের বিষয়ে ডিবি কর্মকর্তা বলেন, মৌয়ের বিরুদ্ধে অনেক আগে থেকেই অভিযোগ ছিল। মৌয়ের বাসা থেকে বিপুল পরিমাণ মদ ছাড়াও বারের সন্ধান পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা হবে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়