চিকলী ডেস্ক নিউজ : রোগীর জীবন বাঁচাতে এক সময় নিজেই রক্তদান করতেন। তবে বয়সের কারণে এখন আর পারেন না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে নিজের কোন ক্ষতি হয় না, বরং উপকার হয়।
রোববার (০১ আগষ্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কৃষখ লীগের আয়োজিত “স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচী’র উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
সবাইকে স্বেচ্ছায় রক্তদানের আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এক সময় আমরা সবাই মিলেই রক্তদান করতাম। কিন্তু বয়সের ভারে এখন আর দিতে পানি না। কারণ ৫৬ বছর বয়স হয়ে গেলে তার রক্ত আর নেয় না। তবে আগে ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আসার পরে এ রক্তদান কর্মসূচী যখন শুরু করি তখন প্রতি বছর রক্তদান করেছি।
বঙ্গবন্ধু কন্যা বলেন, জাতির পিতা বলেছিলেন, “যখন রক্ত দিতে শিখেছি, রক্ত আরও দিব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ”। যখন এ দেশের মানুষকে মুক্ত করেছেন, তখনই যেন যারা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল বা আমাদের বিজয় চায়নি, তারাই কিন্তু তাকে হত্যা করে গেছে। তার রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। কাজেই আমাদের অন্তত এ রক্তদানের মাধ্যমে একটি মূমূর্য রোগী যদি বাঁচাতে পারি সেটিই তো সব থেকে বড় কথা যে মানব কল্যাণে আপনি দান করেছেন।
কৃষক লীগের রক্তদান কর্মসূচীতে রক্তদান করতে আসা সবাইকে ধন্যবাদ জানিয়ে এ কর্মসূচির সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।