চিকলী নিউজ ডেস্ক : গার্মেন্টস সহ সারাদেশে বিভিন্ন কলকারখানা শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে আজ (০১ আগষ্ট) দুপুর ১২ টা পর্যন্ত গণপরিবহন চলবে বরে জানা গেছে। তবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসনে বাস চলাচল করবে। পরিস্থিতি বিবেচনায় এ সময় আরও বাড়ানো হতে পারে। গত (৩১ জুলাই) নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খারিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জনগনের দূর্ভোগ লাগবে তাৎক্ষণিক বিবেচনায় রোববার দুপুর ১২ টা পর্যন্ত দুরপাল্লার বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এ সময় আরও বাড়ানো হতে পারে। সরকারের তথ্য বিবরণীতে বলা হয়েছে, রপ্তানিমূখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে ০১ আগষ্ট দুপুর পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ দিকে আজ দুপুর ১২ টা পর্যন্ত দেশের সব নৌরুটে যাত্রীবাহী নৌযানও চলাচল করবে। বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা শিল্প কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার জন্য গত শনিবার (৩১ জুলাই) রাত ৮টা থেকে নৌযান চলাচলের অনুমতি দিয়েছে।
আজ দুপুর ১২টা পর্যন্ত চলবে দুরপাল্লার বাস
