চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে করোনা সংক্রমন রোগীর সেবায় বিনামূল্যে দিনরাত অক্সিজেন নিয়ে ছুঁটে চলেছে ৪৬ জন স্বেচ্ছাসেবী। ফলে ফ্রি-অক্সিসেন সেবায় উপক্রিত হচ্ছে করোনা আক্রান্ত জনিত মানুষ কাছে। ইতিমধ্যে আশার আলো জেগে উঠেছে এ অঞ্চলের মানুষের মধ্যে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন ফ্রি-অক্সিজেন সেবা চালু করেছেন। তিনি বর্তমান পরিস্থিতিতে সৈয়দপুরের বিত্তবানদের যার যার স্থান থেকে সাহায্যেও হাত বাড়িয়ে দেয়ার ও সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা আহবান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাড. জাহাঙ্গীর কবির নানক গত (২২ জুলাই) বৃহস্পতিবার রেলওয়ে শ্রমিক লীগ কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্রি-অক্সিজেন সেবার উদ্বোধন করেন। ইতিমধ্যে এ সেবায় বেশ উপকৃত হচ্ছে মানুষ। গত (২৯ জুলাই) বৃহস্পতিবার রাতে ফ্রি-অক্সিজেন সেবা গ্রহণকারী শহরের হাতিখানা বানিয়াপাড়া এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারী বলেন, গতরাত ৯ টার দিকে আমার শ্বাসকষ্ট অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ০১৭৩৪-৪৮৪১০৪ নম্বরে মোবাইল ফোন করলে প্রায় ২০ মিনিটের মধ্যে অক্সিজেন নিয়ে আমার বাসায় হাজির হয়। আমি বর্তমানে আল্লাহর রহমতে ভাল আছি। এমনিভাবে কামারপুকুর, বাঙ্গালীপুর, কাশিরাম বেলপুকুর ও বোতলাগাড়ী ইউনিয়নে সেবাপ্রাপ্তি রোগীর পরিবারের মানুষজন একই কথা বলছে।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছি। আমরা এ পর্যন্ত করোনা আক্রান্ত ২৫ রোগীকে এ সেবা দিতে সক্ষম হয়েছি। অক্সিজেন সেবার হট-লাইনে দেয়া ০১৭৩৪-৪৮৪১০৪ নম্বরটি আমি নিজেই পরিচালনা করছি। রোগীর পরিবার থেকে কল আসলে দুরত্ব ভেদে ৩০-৪০ মিনিটের মধ্যে স্বেচ্ছাসেবীরা অক্সিজেন নিয়ে হাজির হচ্ছে। এ সেবায় ১৫টি মোটরসাইকেল, ০২টি পিকআপ ও ০১টি মাইক্রোবাস সার্বক্ষণিক রাখা হয়েছে। প্রতিটি অক্সিজেন সিলিন্ডারে ২ থেকে ৩ জন স্বেচ্ছাসেবী কাজ করছে। বর্তমানে ২৫টি অক্সিজেন সিলিন্ডার, ১৫টি লেবুনাইজার ও ২৫টি ন্যাজাল কেনুলা মজুদ রাখা হয়েছে। পর্যায়ক্রমে চাহিদা মোতাবেক আরও বৃদ্ধি করা হবে। বর্তমান পরিস্থিতিতে সৈয়দপুরের বিত্তবানদেও যার যার স্থান থেকে সাহায্যেও হাত বাড়িয়ে দেয়ার ও সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতার আহবান জানান।
সৈয়দপুরে দিনরাত ফ্রি-অক্সিজেন সেবা দিচ্ছে ৪৬ জন স্বেচ্ছাসেবী
