চিকলী ডেস্ক নিউজ : ভোক্তাপর্যায়ে পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এল লাফে ১০২ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)’র চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল। সেই সাথে গাড়ীতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪৪ টাকা থেকে বাড়িয়ে ৪৮ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) এক র্ভাচুয়ালি সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা (বিইআরসি)। বিশ্ব বাজারে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে দাম সমন্বয় করতে এ সিন্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল (বিইআরসি)। এরপর থেকে প্রত্যেক মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে মাসে একবার দাম সমন্বয় করছে এ সংস্থাটি।
এলপিজি গ্যাসের দাম বাড়লো ১০২ টাকা
