26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুরে ঢাকা অভিমুখী ৪৫ জন যাত্রীসহ নৈচকোচ আটক

চিকলী সংবাদ : করোনাভাইরাসের মহামারি যখন খারাপ অবস্থায় ঠিক সেই মূহুর্তে সরকারী বিধি নিষেধ উপেক্ষা করে যাত্রী পরিবহনের দায়ে “জাকির ট্রাভেলস” নামে একটি নৈচকোচকে আটক করেছে নীলফামারীর সৈয়দপুর ট্রাফিক পুলিশ। গত মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পরিবহনটি আটক করা হয়। কোচটিতে ঢাকাগামী নারী ও পুরুষসহ ৪৫জন যাত্রী ছিল।

সৈয়দপুর ট্রাফিক পুলিশ বিভাগের সার্জেন্ট আশরাফ কোরাইশি জানান, সরকারের বিধি নিষেধ উপেক্ষা করে ঠাকুরগাঁও থেকে ৪৫ জন যাত্রী নিয়ে ‘জাকির ট্রাভেলস’ নামে নৈশকোচটি ঢাকা যাচ্ছিল। রাত পৌনে ১০টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাফিক বিভাগের চেকপোস্টে পৌছালে কোচটিকে আটক করা হয়। কোচে ১২ জন নারীসহ উল্লেখিত সংখ্যক যাত্রী ছিল।

তিনি জানান, আটক ঢাকা মেট্রো-ব-১৫-৬৮৫০ নম্বরে নৈশকোচটি সৈয়দপুর থানাকে হস্তান্তর করা হয়েছে এবং সড়ক পরিবহন আইনে (২০১৮) মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়