চিকলী নিউজ : সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র জিয়াউল হক জিয়ার মাতা জোহরা খাতুন (৯৯) মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। গত রোববার বিকেল সাড়ে ৩টার সময় বাধ্যর্কজনিত কারনে শহরের রসুলপুর মহল্লার নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৮ পুত্র ও ৩ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাদ এশা ফ্রি আমিন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে জানাযা নামাজ শেষে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমার পুত্র সৈয়দপুর প্লাজাস্থ সেন্ট্রাল ল্যাবের মালিক বদরুল হক অনু বিষয়টি নিশ্চিত করেছেন।